HS History Mock Test – অতীত কে স্মরণ

HS History Mock Test 1

Bangla Shiksha:- HS History Mock Test – অতীত কে স্মরণ পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে।পরীক্ষার্থীরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে সক্ষম হয়, তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই ছাত্র-ছাত্রীদের সুবিদার্থে আমরা অতীত কে স্মরণ MCQ -এর উপর Online Mock Test নিয়ে এসেছি।


HS History Mock Test – অতীত কে স্মরণ


Online Mock Test কেন দিবেন?

  • আপনার প্রস্তুতিটা কতটা হয়েছে জানার জন্য।
  • পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানার জন্য। 
  • প্রতিদিন Mock Test দিলে পরীক্ষার প্রস্তুতিতে সন্দেহ থাকে না। ফলে আত্মবিস্বাস বেড়ে যায়। 

Bangla Shiksha -এর Mock Test কেন দিবেন?

  • এখানে সিলেবাস অনুযায়ী সম্ভাব্য প্রশ্নের Mock Test নেওয়া হয়।
  • প্রতিদিন যখন ইচ্ছে Mock Test দিতে পারবেন। 
  • পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়। 

Also Check: WB HS Mock Test

Also Check: HS History Online Mock Test

0%

অতীত কে স্মরণ – HS History Mock Test

1 / 25

1. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম__

2 / 25

2. ‘মিউজিয়াম’ শব্দটি এসেছে _______ শব্দ থেকে।

3 / 25

3. বিশ্বে বেশি সংখক জাদুঘর রয়েছে__

4 / 25

4. ‘ঠাকুরমার ঝুলি’ কিসের উদাহরণ?

5 / 25

5. ইতিহাস বলতে বোঝায় __

6 / 25

6. ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হল__

7 / 25

7. গ্রিক শব্দ ‘Historia’ শব্দের অর্থ _

8 / 25

8. ইতিহাসের জনক বলা হয়__

9 / 25

9. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ যেটি একটি __

10 / 25

10. ________ হলেন ‘ঠাকুরমার ঝুলি’র রচয়িতা।

11 / 25

11. ‘অহল্যার কাহিনী’ হল একটি__

12 / 25

12. ভারতের প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত__

13 / 25

13. ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্টা হয় ______ খ্রিস্টাব্দে।

14 / 25

14. ‘জীবনের জলসাগরে’ ________ মূলক রচনা।

15 / 25

15. ‘জীবনের জলসাগরে’ কার আত্মজীবনী?

16 / 25

16. আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনী _______ -এর উদাহরণ।

17 / 25

17. দাদাভাই নৌরজি তাঁর ‘সম্পদ নির্গমন তত্ত্ব’ পেশ করেন _________ গ্রন্থে।

18 / 25

18. আলবার্ট মিউজিয়াম অবস্থিত _____________ ।

19 / 25

19. স্মৃতিকথাকে ‘সমস্যামূলক শব্দ’ বলেছেন_____

20 / 25

20. ‘অক্সফোর্ড হিস্ট্রি ও ইন্ডিয়া’ কার লেখা?

21 / 25

21. ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল__

22 / 25

22. ভিক্টরিয়া মেমোরিয়াল নির্মিত হয় _________ খ্রিস্টাব্দে।

23 / 25

23. পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত__

24 / 25

24. ‘অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন______

25 / 25

25. ‘পঞ্চতন্র’ গ্রন্থের রচিয়তা হলেন__

Your score is

The average score is 54%

0%

1 thought on “HS History Mock Test – অতীত কে স্মরণ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *