দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চলতড়িৎ প্রশ্ন উত্তর, চলতড়িৎ থেকে প্রশ্ন উত্তর, চলতড়িৎ MCQ, চলতড়িৎ SAQ, চলতড়িৎ প্রশ্ন উত্তর PDF, চলতড়িৎ প্রশ্ন উত্তর 2022, চলতড়িৎ এর বড় প্রশ্ন উত্তর, চলতড়িৎ ছোট প্রশ্ন উত্তর, চলতড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, চলতড়িৎ রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের চলতড়িৎ প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
চলতড়িৎ প্রশ্ন উত্তর
Bangla Shiksha : চলতড়িৎ প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
চলতড়িৎ প্রশ্ন উত্তর MCQ
1) তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য য্খন দুটি আধানের —
[A] একটি বিন্দু, একটি গোলাকৃতি
[B] দুটিই গোলাকাকৃতি
[C] একটি বিন্দু, অন্যটি বিস্তৃত
[D] দুটিই বিন্দু
2) তড়িৎ আধানের SI একক হল —
[A] ভোল্ট
[B] অ্যাম্পিয়ার
[C] জুল
[D] কুলম্ব
3) নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি?
[A] কুলম্ব . সেকেন্ড
[B] ভোল্ট . ওহম -1
[C] ভোল্ট -1 . ওহম
[D] ভোল্ট . ওহম
4) তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হল —
[A] Q = WV
[B] Q = V / W
[C] Q = V / W2
[D] Q= W / V
5) অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িত্প্রবাহমাত্র I হলে নীচের কোনটি সত্য?
[A] V ∝ I
[B] V ∝ I2
[C] V ∝ I-1
[D] V ∝ I-2
6) তড়িৎচালক বল সূচিত করে —
[A] বল
[B] একক আধান স্থানান্তরিত হওয়ায় উৎপন্ন শক্তি
[C] কার্য
[D] ভরবেগ
7) রোধের অন্যোন্যক -কে বলা হয় —
[A] পরিবাহিতা
[B] আপেক্ষিক রোধ
[C] বিভব প্রভেদ
[D] প্রবাহমাত্রা
8) 220V — 40W একটি বাতির রোধ —
[A] 220Ω
[B] 1210Ω
[C] 40Ω
[D] 121Ω
9) বৈদুত্যিক হিটারকে কোন বর্তনীতে ব্যবহার করা যায়?
[A] ac
[B] dc
[C] ac ও dc
[D] কোনোটিই নয়
10) ফিউজটারের বৈশিষ্ট হল —
[A] রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
[B] রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন
[C] রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ
[D] রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
11) 1 ওয়াট-ঘন্টা = কত জুল?
[A] 3600 জুল
[B] 360 জুল
[C] 36 জুল
[D] 36000 জুল
12) তড়িৎশক্তির SI একক হল —
[A] কিলোওয়াট-ঘন্টা
[B] ক্যালোরি
[C] ওয়াট
[D] জুল
13) কোন সরে বার্লোচক্রের ঘুর্নন বিপরীতমুখী করা হয়?
[A] তড়িত্প্রবাহের দিক ঠিক রেখে চৌম্বকক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে ঘুর্নন বিপরীতমুখী করা যায়।
[B] dc প্রবাহ -এর পরিবারে ac প্রবাহ চালনা করে
[C] তড়িৎপ্রবাহ ও চৌম্বকক্ষেত্র উভয়েরই আমিভুখ উল্টে দিলে
[D] চুম্বকটি সরিয়ে নিলে
14) SI পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হল —
[A] ওয়েবার
[B] টেসলা
[C] ম্যাক্সওয়েল
[D] গাউস
15) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে-
[A] dc মোটর
[B] ac জেনারেটর
[C] ট্রান্সফরমার
[D] গ্যালভানোমিটার
চলতড়িৎ প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ বিভবপ্রভেদ মাপা হয়।
উত্তরঃ 1 জুল।
উত্তরঃ হ্রাস পায়।
উত্তরঃ শ্রেণি সমবায়ে যুক্ত করা হয়।
উত্তরঃ মোটা তার।
উত্তরঃ নষ্ট ভোল্ট।
উত্তরঃসিলিকন।
উত্তরঃ তড়িৎশক্তির একক।
উত্তরঃ বার্লোচক্র।
উত্তরঃ 90°
উত্তরঃ কলিং বেল।
উত্তরঃ যান্ত্রিক শক্তি।
উত্তরঃ পাখা।
উত্তরঃ যে তড়িত্প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীত হয় তাকে পরিবর্তী প্রবাহ বলে।